Computer এর উৎপত্তি গ্রীক শব্দ Compute থেকে, Computer শব্দের অর্থ গণনা কারী,পুর্ণাবৃত্তি মূলক কাজ /Repeat task এর জন্য Computer দক্ষ ।
কমপিউটার একটি জটিল ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক যন্ত্র, যা ইউজারের দেওয়া অদেশক্রমে একটি নিদ্দিষ্ট কার্য্য সম্পাদন করে। কমপিউটারের যান্ত্রিক অংশকে হার্ডওয়ার বলে এবং আদেশকে সফটওয়ার বলে। হার্ডওয়ার হচ্ছে ঐ সমস্ত যন্ত্রাংশ যা সফটওয়ার দ্বারা নিয়ন্ত্রিত। আর সফটওয়ার হচ্ছে এক গুচ্ছ ইলেকট্রনিক নির্দেশ যা কমপিউটারের ইনপুট, প্রসেসিং ও আউটপুটকে নিয়ন্ত্রন করে।
একই কাজ / নির্দেশনা বার বার সম্পাদনা করার প্রক্রিয়া কে Loop / toping লুপিং বলা হয়।
*Computer এর মূল কাজ 8 টি :
1.Input
2.Processing
3.Output
4.Storage
কম্পিউটারের ব্যবহার (Applications of Computer)
যদিও কমপিউটারের শুরু গনন যন্ত্র হিসাবে এবং জটিল অংক ও হিসাব কসার কাজে সাহায্য করার জন্য; বর্তমানে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার হচ্ছে। কমপিউটার কি কাজে ব্যবহার হয় সে প্রশ্নের উত্তর না দিয়ে বরং জিগ্গাসা করা যায় কি কাজে ব্যবহার হয় না তাহলে উত্তর দেওয়াটা সহজ। কম্পিউটার ছাড়া উন্নত ব্যবস্থাপনা, উৎপাদন, গবেষণা, টেলিযোগাযোগ, প্রকাশনা কল্পনা করা যায় না। কম্পিউটারকে ব্যবহার করা যায় সকল কাজে সকল স্থানে। মূলতঃ মানুষ তার কাজের উন্নয়ণের জন্য কম্পিউটারকে কাজে লাগায়। এর ব্যবহারে প্রতিটি কাজ হয়ে পড়ে নির্ভর ও গতিশীল। তাই দিন দিন কম্পিউটারের ব্যবহার বেড়েই চলেছে। নীচে কম্পিউটারের বিভিন্ন ধরণের ব্যবহার উল্লেখিত হলোঃ
*অফিস ব্যবস্থাপনায় (In Office Management)
→শিল্প ক্ষেত্রে (In Industry Sector)
→মুদ্রণ শিল্পে (In Printing Industry)
→যোগাযোগ ব্যবস্থায় (In Communication )
→ চিকিৎসা ক্ষেত্রে (In Medical Sector)
→গবেষণায় (In Research)
→ ব্যাংকিং জগতে (In Banking)
→ আদালত (In Court)
→সামরিক ক্ষেত্রে (In Defence Sector)
→ অর্থবাজারে (In Money Market)