# কম্পিউটার নেটওয়ার্ক --
*PAN (Personal Area Network) এর ব্যাপ্তি বা সীমা ১০ মিটার। ল্যাপটপ, পিডিএ, মোবাইল ইত্যাদি PAN-এ ব্যবহৃত কম্পিউটার নেটওয়ার্ক।
*LAN (Local Area Network) এর ব্যাপ্তি ১০ কিমি এর মধ্যে। সাধারণত স্কুল-কলেজ কোন বড় অফিস বিল্ডিংয়ে LAN ব্যবহৃত হয়।
![]() |
MAN (Metropolitan Area Network) |
*MAN (Metropolitan Area Network) উদাহরণঃ ক্যাবল টিভি নেটওয়ার্ক।

*WAN Wide Area Network দূরবর্তী স্থানসমূহের মধ্যে। ঢাকা ও খুলনা শহরের মধ্যে যদি নেটওয়ার্ক স্থাপন করা হয়। WAN এর উৎকৃষ্ট উদাহরণঃ ইন্টারনেট। ১০০ মাইল পর্যন্ত দুরত্ব কভার করতে পারে।
-----------------------------------------------------------------------------------------------------------------
# LAN এর টপোলজিগুলো বর্ণনা করুন সাধারণত ১০ কিমি বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার টার্মিনাল বা অন্য কোন পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে LAN বলে। প্রধান টপোলজিঃ
১. বাস টপোলজি : একটি মূল ক্যাবলের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে।
2. রিং টপোলজিঃ এ ধরনের টপোলজিতে সবগুলো কম্পিউটার নেটওয়ার্ক এমনভাবে সংযুক্ত থাকে যে বৃত্তের ন্যায় লুপের সৃষ্টি হয়। কোন কারণে একটি কম্পিউটার নেটওয়াকে দেখা দিলে পুরো নেটওয়ার্কই ভেঙ্গে যায়।
৩. স্টার টপোলজিঃ একটি সুইচের সাহায্যে সকল কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত থাকে।
৪. ট্রি টপোলজিঃ এ টপোলজিতে কম্পিউটারগুলো সরাসরি কেন্দ্রিয় কম্পিউটারের সাথে যুক্ত না থেকে একটি বিশেষ অন্তবর্তী সাথায় যুক্ত থাকে। পরে এ মাথাকে উচ্চ গতিসম্পন্ন সংযোগ পথ দ্বারা কমিপউটারের সাথে যুক্ত করা হয়।
৫. মেশ টপোলজিঃ এটা অনেকটা রিং টপোলজির মত। Wide Area Network-এ রিং মেশ টপোলজি, ব্যবহৃত হয়।
--------------------------------------------------------------------------------------------------------
# কম্পিউটারে তারবিহীন প্রযুক্তি:
1.wifi 2.Wi-Max 3.Bluetooth 4.মাইক্রো ওয়েভ 5.রেডিও ফ্রিকোয়েন্সি।
অসুবিধাঃ দূরবর্তী স্থানে ডেটা আদান-প্রদান ধীরগতিসম্পন্ন।
# MODEM :Modulator and Demodulator
# TCP/IP :Transmission Control protocol/ Internet Protocol.
# IP address: ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। একে IP address বলে।
#WiMax -- Worldwide Interoperability fon microwave microwave access, তারবিহীন দ্রুত গতির ইন্টারনেট। এটিকে 4G ওয়ারলেস টেলিকমিউনিকেশন টেকনোলজি বলা হয়।
#wifi (Wineless Fidelity)
কোন স্ট্যান্ডের উপর ভিত্তি করে কাজ করে - IEEE 802.111
# Bluetooth কোন টেকনোলজি ব্যবহার করে + Radio Technology.
# VSAT => Very Small Aperture terminal ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য।
# প্রথম মোবাইল ফোন আবিষ্কারক → মটরোলা কোম্পানি।