Spoken Rule- 4
Keep এর ব্যবহার (করতে থাক, যেতে থাক.......)
Structure: Keep + verb(ing)+, Sub+ verb(any form)+ Ext.
Example:
• লেগে থাক, তুমি জিতবে।
=Keep staying, you will win.
• হাসতে থাকো তুমি সুখী হবে।
=Keep smiling, you'll be happy.
• তুমি যেতে থাকো, আমি পরে আসবো
=Keep going, I'll come later on.
• চেষ্টা করতে থাক, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে।
=Keep trying you will achieve your aim.
• অনুশীলন করতে থাক, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে।
=keep practicing, you'll speak English fluently.