Spoken Rule- 3
Feel like-ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা
প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে।
Structure: Subject + feel like + Verb(ing) + Extension.
Example:
• I feel like eating.
=আমার খেতে ইচ্ছা করছে।
• I don't feel like eating.
=আমার খেতে ইচ্ছা করছে না।
• Do you feel like eating ?
=তোমার কি খেতে ইচ্ছা করছে?
•I feel like having coffee.
=আমার কফি খেতে ইচ্ছা করছে।
• I feel like flying like a bird.
=আমার পাখির মত উড়তে ইচ্ছা করছে।
• I feel like crying for joy.
=আনন্দে আমার কাঁদতে ইচ্ছা করছে।
•I feel like getting wet in the rain.
=আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে।
• Do you feel like getting wet in the rain?
= তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে?
• Don't you feel like getting wet in the rain?
=তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না?