কম্পিউটারের প্রজন্মসমূহ / Generation of Computer

Feature-coding
0

  কম্পিউটারের প্রজন্মসমূহ:

১. প্রথম প্রজন্মের কম্পিউটার:

I.বায়শূণ্য বা ভ্যাকুয়াম টিউব ব্যবহার।

II.পাঞ্চকার্ডের সাহায্যে ইনপুট-আউটপুট প্রদান। 

III.ডেটা সংরক্ষণের জন্য মার্কারি ডি লে লাইন ব্যবহার।

IV. বিদ্যুৎ খরচ অনেক ।

V. উত্তাপ সমস্যা। 

উদাহরণ: UNIVAC, Mark-11, Mark - 111, IBM-650


2. 2য় প্রজন্মের কম্পিউটার :

I.ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার।

II.আকৃতির সংকোচন। 

III.উচ্চ গতিসম্পন্ন ইনপুট - আউটপুট সরঞ্জাম।

উদাহরণঃ TXO, IBM-1600, IBM-1620,IBM-14001


৩. ৩য় প্রজন্মের কম্পিউটার:

I.IC এর ব্যবহার ।

II. আকৃতির সংকোচন।

III. মিনি কম্পিউটারের ব্যবহার । 

IV. উচ্চতর ভাষা। 

উদাহরণঃ PDP-I, PDP-II


৪. চতুর্থ প্রজন্মের কম্পিউটার:

I.মাইক্রো প্রোসেসরের ব্যবহার ।

II.মাইক্রো কম্পিউটারের আবির্ভাব।

III.VLSI (very large Scale Integration) প্রযুক্তির ব্যবহার। উদাহরন: HP-3000, IBM-3033, Apple কমিউটার।


৫.পঞ্চম প্রজন্মের কম্পিউটার:

I. বহু মাইক্রোপ্রসেসর বিশিষ্ট একীভূত বর্তনী। 

II.কৃত্রিম বুদ্ধির ব্যবহার।

III.স্বয়ংক্রিয় অনুবাদ।

IV.সুপার কম্পিউটারের উন্নয়ন।


** PDP- Packet Data Protocol 

কম্পিউটারের প্রজন্মসমূহ / Generation of Computer 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !