সিস্টেম ইউনিট /System Unit

Feature-coding
0

 সিস্টেম ইউনিট /System Unit


Computer প্রসেসিং এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট বিভন্ন ইলেকট্রনিক সার্কিট, প্রসেসর, মেমরি স্টারেজ ইতি ইত্যাদি যুক্ত থাকে, যা system unite,


ডেস্কটপ কম্পিউটারের সিস্টেম ইউনিট এর অংশ


* সি পি ইউ, বা মাইক্রো প্রসেসর (CPU)

* মার্দার বোর্ড (mother Bond)

* মেমরি (RAM ও  ROM)

*স্টোরেজ ডিভাইস

*কম্পিউটার কেস।

*পাওয়ার সাপ্লাই

* কুলিং ফ্যান,

* হিট সিংক


CPU = Central processing unit

কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হচ্ছে CPU, এর দ্বারা microprocessor কে বুঝায়। সাধারণত CPU কে তিনটি ভাগ করা হয়।


1)ALU = Arithmetic Logic unit.

2)Control Unit.

3) Register memory.


Arithmetic logic unit (ALU) :

এ অংশ হচ্ছে Computers এর ক্যালকুলেটর স্বরূপ এ অংশ সকল গাণিতিক সিদ্ধান্ত গ্রহন করে এবং Computer এর মস্তিষ্ক হিসাবে কাজ করে।


Control unit :

এর মাধ্যমে Computer এর সকল Resource সমূহ নিয়ন্ত্রণ করা হয়। এটি micro processor এর একটি অংশ।


program install/uninstall

Device Connect / Disconnect.



Register memory :


এটা মেমরি ইউনিট। যাবতীয় তথ্য প্রক্রিয়া করনের পূর্বে অস্থায়ী ভাবে এবং প্রক্রিয়া করণের পর স্থায়ী ভাবে এ অংশে সংরক্ষণ করা হয়।


Hardware :


*CPU

*Input Device

*Output Device


• MCQ

1. CPU এর পূর্ণরূপ কি? -central processing unit

2. Computer এর কোনটি সকল কিছু নিয়ন্ত্রন করে, পুক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, পরিকল্পনা ও কম্পিউটারের মস্তিষ্ক হলো - ALU(Arithmetic logic unit)

3. CPU কোন অংশ computer এর মস্তিষ্ক- ALU

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !