RAM = Random Access Memory
- RAM মাদার বোর্ডের সাথে সরাসরি যুক্ত
- এটি একটি অস্থায়ী মেমরি,
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে RAM সমস্ত তথ্য মুছে ফেলে,
-এ জন্য RAM কে Volatile memory ও বলা হয়,
-RAM এর বিপরীত মেমরী SAM [Serial access memory]
- RAM কে main storage বা Core storage বলে ,
-RAM হচ্ছে computer এর কর্ম এলাকা
-RAM মাদার বোর্ডের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত তাই Read এবং write দুটি কাজেই সক্ষম।
-RAM এ অস্থায়ী ভাবে তথ্য সংরক্ষিত থাকে,
- RAM কে Read And Write মেমরি ও বলা হয়,
- RAM এর failure যু ঝুঁকি বেশী।
- Content of RAM can be change.
- RAM এর অবস্থান motherboard এ,
- RAM is faster then cache memory.
----------------------------------------------------------------------------------------------------------------------------
ROM = Read Only Memory :
- ROM হচ্ছে Computer এর স্থায়ী মেমরি,
-ROM এ সংরক্ষিত তথ্য সমূহ শুধু মাত্র ব্যবহার করা যায়, পরিবর্তন/ সংশোধন করা যায় না। তাই একে Read only মেমরী বলা হয়,
- বিদ্যুৎ বন্ধ হলে ROM এর তথ্য মুছে যায় না। ROM এর স্থায়ী প্রোগ্রাম, তথ্য নির্দেশক কে এক সাথে ফার্মওয়ার বলে,
- RAM হচ্ছে non volatile memory
- Computer চালু করার প্রথমিক প্রোগ্রাম সমূহ। BIOS [Basic input output System ] মূলত RAM এ সংরক্ষিত থাকে,
* M ROM - Mask Read only
* PROM - program Rom তথ্য সংগ্রহ করার পর মুছা যায় না,
* E ROM - P ROM এ তথ্য সংশোধন হয় না এর সমাধান E ROM এ করা যায়
*EE ROM - EP ROM এ তথ্য মুছতে আধা ঘন্টা সময় লাগে তাই EE ROM .